মনিরুল ইসলাম শামিম, বাহুবল থেকে ॥ বাহুবলে ৬ জোয়াড়িকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার সকালে এ দন্ডাদেশ প্রদান করেন বাহুবল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।
পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কামাইছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রুপু করের নেতৃত্বে পুলিশ আমতলী চা বাগান থেকে আমতলী চা বাগানের মৃত চান মিয়ার পুত্র ফারুক মিয়া (৪৫), পান্না কর্মকারের পুত্র দোলন কর্মকার (৩৫), মৃত শশী মোহন দেব-এর পুত্র চন্দন দেব (২৮), কদম তাঁতী-এর পুত্র বিজু তাঁতী (১৮), মৃত ফরাজ উল্লার পুত্র আজম আলী (৫০) ও ভুলকোট গ্রামের দরবেশ আব্দুল হক-এর পুত্র দরবেশ আলী (৩০) কে জুয়া খেলা অবস্থায় হাতে নাতে আটক করে।
বুধবার তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে বিচারক বাহুবল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম আটককৃত প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। দুপুরে দন্ডাদেশপ্রাপ্ত জোয়াড়িদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।