আবু হেনা আজমিরীগঞ্জ থেকে, হত কয়েক দিন যাবৎ ক্রমাগত বর্ষনে আজমিরীগঞ্জ উপজেলার বিভিন্ন হাওরে ৮ হাজার হেক্টর বোর জমি তলিয়ে যাবার আশংকা।
কাকাইলছেও জুরবিলের হাওরে প্রায় দেড়শ হেক্টর বোর জমির মধ্যে একশো হেক্টর জমি পানির নিচে তলিয়ে গেছে। মাহাতাবপুর, বছিরা, আনন্দ পুরের বাধঁ হুমকির মুখে যেকোন মুহুর্তে ভেঙ্গে যাবার আশংকা রয়েছে।এছাড়া ঘাঘানীর হাওর থেকে রনিয়া পর্যন্ত নদির তীরের জমি পানির নিচে তলিয়ে গেছে।
জানাযায়, আজমিরীগঞ্জ উপজেলায় প্রায় ১৪ হাজার ৯ শত হেক্টর বোর জমি আবাধ করেছে। গত কয়েকদিন যাবৎ ক্রমাগত বর্ষনে কালনি কুশিয়ারা নদির উপর দিয়ে দিয়ে প্রচন্ড বেগে পানি প্রবেশ করে বিভিন্ন বন্যা রক্ষার বাধঁ ভেঙ্গে হাওরে পানি প্রবেশ করে কাচা কৃষি জমি পানির নিচে তলিয়ে যাচ্ছে। কৃষকদের দিন রাত স্বেচ্ছাশ্রমের মাধ্যমে দিন রাত প্ররিশ্রম করে বাধ নির্মানে চেষ্টা ছালিয়ে যাচ্ছে।
এছাড়া আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতর আলী মিয়া কাকাইলছেওয়ের বিভিন্ন হাওর সরেজমিনে পরিদর্শন করে বাধ নির্মানের জন্য নগদ ৫০ হাজার টাকা দান করেন। এদিকে পৌর এলাকার একটি খাল দিয়ে পানি প্রবেশ করে প্রায় ২২ হেক্টর জমি তলিয়ে যাবার আশংকায় পৌর প্রশাসক গোলাম ফারুক পৌর সভার তহবিল থেকে শতশত শ্রমিক দিয়ে বাধঁ নির্মানের চেষ্ট করছে।
কৃষি অফিস সুত্রে জানাযায়, অত্র উপজেলায় ১৪ হাজার ৯ শত হেক্টর বোর জমি আবাধ করা হয়েছে। তার মধ্য থেকে কাকাইলছেও জুর বিলের হাওরে দেরশত হেক্টরের মধ্যে একশত হেক্টর কাচাঁ জমি পানির নিছে তলিয়ে গেছে। আরো প্রায় ৮ হাজার হেক্টর বোর জমি পানির নিচে তলিয়ে যাবার আশংকা রয়েছে।