ফখরুল আলম, বিশেষ প্রতিনিধি, যুক্তরাজ্যে থেকে:- বাংলাদেশের সাথে যুক্তরাজ্যের আরো ঘনিষ্ট সম্পর্ক গড়ার প্রত্যয় ব্যক্ত করে বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতিয় দিবস পালন করেছে ম্যানচেষ্টাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশন। বিশে^র ১২টি দেশের রাষ্ট্রদুত ও দুতাবাসের কর্মকর্তা সহ বিভিন্ন পর্যায়ের সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রতিবারের মত এবারও যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপিত হয়েছে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিস্মরণীয় নেতৃত্বে বাঙালি জাতি কীভাবে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে র্দীঘ ৯মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে দিয়ে স্বাধীনতা আদায়ের সক্ষম হয় তা বিস্তারিত তুলে ধরেন বক্তারা।
বাংলাদেশ ও বৃটেন এই দু‘ দেশের জাতীয় সঙ্গীতের পরিবেশনার মধ্যে দিয়ে অনুষ্টানে অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন সহকারী হাই কমিশনার মিসেস ফেরদৌসি শাহারিয়া।
সভায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন –লন্ডনের হাইকমিশনার নাজমুল কাওনাইন, ওল্ডহাম কাউন্সিলের কাউন্সিলার আব্দুল জব্বার সহ বৃটিশ সরকারের প্রতিনিধি গন।
অনুষ্টানে বিভিন্ন দেশের কূটনীতিক ছাড়াও বিশিষ্টজনেরা স্বপরিবারে উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বার্মিহামের সহকারী হাইকমিশনার জুলকার নাইম, কবির আহমেদ এমবিই, শামছুদ্দিন আহমেদ এমবিই, মনছব আলী জেপি, ময়নুল আমীন বুলবুল, ছুরাবুর রহমান, এডভোকেট মীর গোলাম মোস্তফা, শাহ মুনিম, মোহাম্মদ শাহজাহান, সৈয়দ ছাদেক আহমেদ, তৈয়ুবুর রহমান শ্যামল, ফখরুল আলম, জাফর আহম্মদ, শাহ কাইয়ূম, নুর আবছার প্রমুখ।
সবশেষে অতিথিদের নিয়ে স্বাধীনতার ৪৬ বছর পূর্তির কেক কাটেন সহকারী হাই কমিশনার মিসেস ফেরদৌসি শাহারিয়া। এক আনন্দঘন নৈশ্যভোজের মধ্যে দিয়ে অনুষ্টানের সমাপ্তি ঘটে।