নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পাঞ্জারাই ইসলামপুর গ্রামে আলাল মিয়া (২৭) নামের এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ মার্চ) সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। সে ওই গ্রামের কাছন মিয়ার পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার বিকালে পরিবারের লোকজন ঘরের তীরের সাথে আলাল মিয়ার মরদেহ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে এসআই পলাশের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে গতকাল সকালে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
নবীগঞ্জ থানার ওসি এসএম আতাউর রহমান জানান, হত্যা না আত্মহত্যা ময়নাতদন্ত রিপোর্টের আগে কিছু বলা যাবে না।