স্টাফ রিপোর্টার: জননেত্রী শেখ হাসিনা ঘোষণা ২০১৯ সালের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেয়া। এটা কারও ব্যক্তিগত কৃতিত্ব হতে পারে না। আমি শেখ হাসিনার কর্মী হিসাবে জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করি। বাহবা পাওয়ার জন্য প্রচার করিনা। জনগণের সমর্থণ থাকলে বাহুবল বাজারে জেলা পরিষদের জাশগায় মার্কেট নির্মাণ করার কার্যক্রম শুরু করব। বাহুবল গার্লস হাইস্কুল সংলগ্ন করাঙ্গী নদীর উপর ব্রীজ নির্মাণের ঘোষণা দেন। একটি অংশ নৌকার পক্ষে এবং সুবিধাভোগীরা নির্বাচনের সময় নৌকার বিরোধীতা করে। তাদের চিহ্নিত করে দল গোছাতে হবে। জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মুশফিক হুসেন চৌধুরী গতকাল মঙ্গলবার বিকাল ৩টায় স্থানীয় বাহুবল বাজারে উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই সফলভাবে ইউরোপ সফর শেষে দেশে আসায় গণ সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। বাহুবল সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ডা. বেনু দেবের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সদস্য এম এ মজিদ তালুকদারের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ, সুহেল আহমেদ, প্রচার সম্পাদক ইলিয়াস আখঞ্জী, সদর ইউপি আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এখলাছ মিয়া, কৃষকলীগ সভাপতি মখলিছুর রহমান, বাহুবল মডেল প্রেস ক্লাব সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর, যুবলীগ সাধারণ সম্পাদক তারা মিয়া, তরুণলীগ যুগ্ম আহ্বায়ক মোঃ আয়াত আলী, তাতীলীগ আহ্বায়ক মোঃ মামুনুর রশিদ, ছাত্রলীগ সভাপতি জুনাইদ আহমেদ, সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক এম রশিদ আহমেদ, আওয়ামীলীগ নেতা হুন্দা মিয়া, আব্দুল হান্নান, সাহাব উদ্দিন, এলাইছ মিয়া মেম্বার, কাজী ফখরুল ইসলাম, বদরুল আলম, আজম প্রমুখ।