নিজস্ব প্রতিবেদক : শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানাচ্ছেন অধিনায়ক মাশরাফি-বিন-মর্তুজা। বৃহস্পতিবার অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিই হবে তার ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি ম্যাচ।
আজকের প্রথম টি-টোয়েন্টির টসের সময় সবাইকে চমকে দিলেন মাশরাফি বিন মর্তুজা। প্রথাগত আলোচনার পর জানিয়ে দিলেন, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজই তার ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজ।
২০০৬ সালে বাংলাদেশের অভিষেক টি-টোয়েন্টিতেই ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন মাশরাফি। সেই থেকে এই ম্যাচ পর্যন্ত খেলেছেন বাংলাদেশের ৬৬ টি-টোয়েন্টির ৫৩টিতেই। নিয়েছেন দেশের তৃতীয় সর্বোচ্চ ৩৯ উইকেট।
মঙ্গলবারের ম্যাচ দিয়ে রেকর্ড ২৭ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিলেন মাশরাফি। দল সবচেয়ে বেশি টি-টোয়েন্টি জিতেছে তার নেতৃত্বেই। শেষ ম্যাচের আগ পর্যন্ত জয় পেয়েছেন নয়টিতেই।
টি-টোয়েন্টিকে বিদায় জানালেও ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাবেন বলে জানান মাশরাফি।