চুনারুঘাট প্রতিনিধি: “জঙ্গী প্রতিরোধে বাড়ি ভাড়া সংক্রান্ত সতর্কীকরণ বিজ্ঞপ্তি” শিরোনামে প্রচারপত্র বিলি করেছেন হবিগঞ্জের চুনারুঘাট থানা প্রশাসন।
মঙ্গলবার সকালে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান থানা অফিসারদের নিয়ে এসব প্রচারপত্র বিলি করেন।
প্রচারপত্রে জানানো হয় বাড়িভাড়া দেয়ার ক্ষেত্রে ভাড়াটিয়ার নাম ঠিকানাসহ ছবি ও জাতীয়পরিচয়পত্র সংরক্ষণ করতে হবে। ভাড়া নেয়ার সময় কোন প্রকার মালামাল না থাকলে তাদের ক্ষেত্রে অধিক সতর্কতা অবলম্বন করতে হবে। কোন বাসাভাড়ীতে অপরিচিত বা সন্দেহাভাজন লোকজন আসা যাওয়া করলে তাৎক্ষনিক ভাবে থানাকে জানানোর জন্য অনুরোধ জানানো হয়।
চুনারুঘাটের সকল ব্যবসা প্রতিষ্ঠান, কম্পিউটার ট্রেনিং সেন্টার ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জঙ্গী প্রতিরোধ সংক্রান্ত প্রচারপত্র বিলি করা হয়।
এসময় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ নুরুল ইসলাম, এসআই আঃ মুকিত চৌধুরী, সাংবাদিকসহ আরো অনেকে ।