বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বানিয়াচঙ্গে প্রকাশ্যে জুয়াখেলার অভিযোগে ৬ জুয়াড়িকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (৩ মার্চ) বিকেলে বানিয়াচং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নূরে আলমের নেতৃত্বে বানিয়াচঙ্গের যাত্রাপাশা গ্রামে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় প্রকাশ্যে জুয়াখেলায় ৬ জুয়াড়িকে গ্রেফতার করা হয়।
পরে ভ্রাম্যমান আদালত প্রত্যেক জুয়াড়িকে ১০ দিন করে কারাদন্ড দেন। ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন বানিয়াচং থানার একদল পুলিশ।