মনিরুল ইসলাম শামিম, বাহুবল থেকে: বাহুবলের অরাজনৈতিক সংগঠন আলোড়ন ইসলামী সাংস্কৃতিক ফোরামের সদস্য হাফেজ শাহজাহানের কাতার গমন উপলক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে এক বিদায় সংবর্ধণার প্রদান করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল সন্ধ্যা ৭টায় বাহুবল উপজেলার পুটিজুরীতে অবস্থিত বাঁশপাতা রেস্টুরেন্টে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মাওলানা শেখ জয়নাল আবেদীন-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি নিজাম উদ্দীন আল আদনানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস হবিগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ুম জাকী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাওলানা আব্দুল হাই বাহুবলী, সৈয়দ আনোয়ার আব্দুল্লাহ, সাংবাদিক মনিরুল ইসলাম শামিম, সামিউল ইসলাম, সুহেল আহমেদ, মাওলানা আসসাদ, মাওলানা সাদিকুর রহমান মানিক, মাওলানা ফখরুল ইসলাম বিষ্ণপুরী, মাওলানা জুলফিকার মাহমদী, মাওলানা ফখরুল ইসলাম ইসলামাবাদী, মাওলানা নজরুল ইসলাম জসিম, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা মাশহুল আহমদ, সোনালী সাংস্কৃতিক ফোরামের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, বিজয়ের ধ্বনী সাংস্কৃতিক ফোরামের সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান জুয়েল। এছাড়াও আলোড়ন ইসলামী সাংস্কৃতিক ফোরামের দায়িত্বশীলরা বক্তব্য রাখনে।
আলোচনা সভা শেষে বিদায়ী হাফেজ শাহজাহানের হাতে সংগঠনের পক্ষ থেকে ক্রেষ্ট ও উপহার সামগ্রী তোলে দেয়া হয়।