এস এইচ টিটু : হবিগঞ্জ সদর উপজেলার নূরপুর হাইস্কুল মাঠে নূরপুর জাগ্রত তরুণ প্রজন্ম উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল ৪ টায় চন্ডিপুর একাদশ বনাম মদনপুর একাদশের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত ফাইনাল খেলায় মদনপুর একাদশ ট্রাইবাগারে ৩-২ গোলে চ্যাম্পিয়ন হয় এবং চন্ডিপুর একাদশ রানার্সআপ হয়।
উল্লেখ্য,ফাইনাল খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জাতীয় দলের সাবেক ফুটবলার দুই ভাই হাজী মুক্তার হোসেন ও আক্তার হোসেন,ফজলুল করিম মেম্বার, নূরপুর জাগ্রত তরুণ প্রজন্মর সভাপতি তোফাজ্জল হোসেন অপু,দিলাল মিয়া,আরিফ হোসেন খোকন,অলি হোসেন লেচু প্রমুখ।
খেলা শেষে খেলোয়াড়দের মধ্যে আগত অতিথিরা পুরস্কার বিতরণ করেন।