এস এইচ টিটু: পহেলা এপ্রিল থেকে শুরু করে সপ্তাহ ব্যপী সেবা সপ্তাহ পরিচালিত হচ্ছে।
সরজমিনে গিয়ে জানা যায়,গত ৩ এপ্রিল সোমবার হবিগঞ্জ জেলা প্রশাসক সাবিনা আলমের উপস্থিতিতে সদর উপজেলার নির্বাহী অফিসার এটি এম আজাহারুল ইসলাম,সহকারী কমিশনার (ভুমি)বিজন কুমার সিং এবং রাজিউরা ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা শেখ বদরুল আলম হবিগঞ্জ সদর উপজেলার অলিপুর মৌজা থেকে জে এল নং- ১০২, খতিয়ান নং ১, দাগ নং ২২- ২৩ এবং পরিমান ১০ শতক সরকারি জমি সংগ্রহ করেন।
উল্লেখ্য, শৈলজুড়া মোজাহার হাই স্কুল এবং প্রান আর এফ এল কোম্পানি সংলগ্ন জমিতে লাল নিশান(পতাকা) দিয়ে চিহ্নিত করেন।
পরিশেষে জেলা প্রশাসক ইউনিয়ন অফিসে এসে ভুমি সংক্রান্তের সার্বিক পরিস্হিতির বিষয়াদি সম্পর্কে অবহিত হন।