চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে ওয়াইল্ড লাইফ কনজারর্ভেশন (ড.ঈ.ঞ.ই.উ) ও প্রহর ক্লাবের যৌথ উদ্যোগে ৩দিন ব্যাপী এক চিত্র প্রদর্শনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
রবিবার বিকালে সমাপ্তি দিনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সাতছড়ি রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেনের সভাপতিত্বে ও চিত্রশিল্পী কামরুজ্জামান বাবুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান বন্যপ্রাণী সংরক্ষক অসিত রঞ্জন পাল।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের ডিএফও মিহির কুমার দো, চিত্রশিল্পী অনিমেষ ঘোষ অয়ন, নাহিদ হান্নান শিশির, ডাঃ এস, এম, আল আমিন সুমন, ডাঃ সাইয়েদ বিন জামাল ও সাতছড়ি ক্রেল প্রকল্পের সাইট ফ্যাসিলেটেটর আব্দুল্লাহ্ আল মামুন। অনুষ্ঠানে আলোচকরা বলেন, সাতছড়ি জাতীয় উদ্যান হবিগঞ্জের গর্ব।
এই জাতীয় উদ্যানকে সংরক্ষিত করতে ওয়াইল্ড লাইফ কনজারর্ভেশন টিম অব বাংলাদেশ (ড.ঈ.ঞ.ই.উ) প্রহর ক্লাব দেশের পশু পাখি ও বনাঞ্চল রক্ষার্থে এই চিত্র প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করে। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে চিত্রশিল্পীরা ছবি দেন। এতে বেশির ভাগ ছবি সাতছড়ি জাতীয় উদ্যানের তোলা। এবং সকল বক্তারা এই উদ্যোগের ভূয়ষী প্রশংসা করেন এবং বার বার যাতে এমন প্রদর্শনী হয় সে আশা ব্যাক্ত করেন।