খন্দকার আলাউদ্দিন ॥ চুনারুঘাট উপজেলার লালচান বাগান চা-বাগান থেকে গাছ চুরি করে নেওয়ার সময় বিদ্যুতের তারে গাছ পড়ে চুনারুঘাট-বাহুবল উপজেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গতকাল রাত ১০টায় লালচান বাগানে এ ঘটনাটি ঘটে। পুল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানাযায়, শনিবার রাত ১০টা লালচান চাবাগানের ম্যানাজার চুনারুঘাট পল্লী জোনাল অফিসের মোবাইল ফোনে জানান ৩৩কেবি লাই গাছ পড়ে তার ছিড়ে গেছে। পরে চুনারুঘাট পল্লী বিদ্যুৎ অফিসে লোকজন ঘটনাস্থলে যান। সেখানে দেখা যায় একদল সংবদ্ধ চোরের বাগানের গাছ কেটে নেয়ার সময় গাছ তারে পরে ৩৩ কেবি লাইনে পড়ে রয়েছে। ফলে চুনারুঘাট-বাহুবলবাসী বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
চুনারুঘাট পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম কাজী শওকাতুল আলম জানান- শাহজীবাজার থেকে চুনারুঘাট পর্যন্ত ২৪ কিলোমিটার বিদ্যুৎ সংযোগ রয়েছে। সেখান থেকে হয়ে লালচান ও দেওউন্দি বাহাগ হয়ে চুনারুঘাটে দেওরগাছে সাব সেন্টারে সংযোগ হয়েছে এবং এ থেকে বাহুবল উপজেলাও সংযোগ দেয়া হয়েছে। তিনি আরও জানান, আমারেদ ৩৩ কেবি লাইনে উপরে গাছ পড়ে তিনটি কোটির ড্রপআর্ম ভেঙ্গে গেছে এবং ১৩টি ইনসুলেটর ভাঙ্গছে। লাইন মেরামমেরত জন্য তিনজন ইঞ্জিনিয়া এবং বিশজন পল্লী বিদ্যুৎ এর লাইনম্যান কাজ করে যাচ্ছে। আশা করা যায় সকালের ভিতরে বিদ্যুৎ সংযোগ পাওয়া যাবেব বলে তিনি জানান।