ছনি চৌধুরী,(হবিগঞ্জ)নবীগঞ্জ প্রতিনিধি ॥ জাতীয় ভুমি সেবা সপ্তাহ পালন উপলক্ষে শনিবার দুপুরে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) উদ্যেগে র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়। র্যালীটি শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিন শেষে ভুমি অফিসে গিয়ে শেষ হয়।
পরে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ারের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভুমি) জীতেন্দ্র কুমার নাথের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, জেলা পরিষদের সদস্য আব্দুল মালিক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আমিনুর রহমান চৌধুরী সুমন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সলিল বরণ দাশ, তফশিলদার মিথুন রঞ্জন দাশ প্রমুখ।