ছনি চৌধুরী,নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিন ॥ ঢাকা- সিলেট মহা সড়কের আউশকান্দি ইউনিয়নের মংলাপুর গ্রামের রাস্তার প্রবেশ মূখের সন্নিকটে গত শুক্রবার দিবাগত রাত অনুমান সাড়ে ১০টার দিকে বিলাশ বহুল শিতাতপ নিয়ন্ত্রীত ভলবো গ্রীন লাইন বাস ঢাকা মেট্রো ব (১১-২৮৩৩) এর প্রায় অর্ধ শতাধীক যাত্রী অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন ভয়ানক সড়ক দূর্ঘটনার হাত থেকে। রাখে আল্লাহ মারে কে? তবে, অনেকেই বলেন চালক গাড়ি চলন্ত অবস্থায় ঘুনিয়ে থাকার কারণে এমন ঘটনা ঘটতে পারে।
বিলাশ বহুল গ্রীন লাইন বাসটি সিলেট থেকে প্রায় অর্ধশতাধীক যাত্রী নিয়ে ঢাকার উদ্দ্যেশে রওনা হচ্ছিল। নবীগঞ্জের উল্লেখিত স্থানে পৌছা মাত্রই নিয়ন্ত্রন হারিয়ে সড়কের বাম পাশ থেকে ডান পাশে গিয়ে প্রায় ১ফুট জায়গার ব্যবধানে অল্পের জন্য খাদে পড়ে নাই। এতে কোটি টাকা মূল্যের গাড়ি সহ রক্ষা পেলেন গাড়িতে থাকা যাত্রীগণ।
উল্লেখ্য, ঢাকা- সিলেট মহা সড়কের বাইপাস রাস্তাটি ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলের সাথে যোগাযোগের এক মাত্র রাস্তা হলেও প্রতি বছরই অনেক অদক্ষ চালকের কারণে অনেক যানবাহনে দূর্ঘটনার শিকার হয়ে বছরের প্রায় শতাধীক লোকজন প্রাণ হারান। সড়ক দূঘটনা এখন নিত্যদিনের সংবাদ হয়ে দাড়িয়েছে। এদের কবল থেকে দেশ ও জাতী কবে যে রক্ষা পাবে?