বানিয়াচং থেকে সংবাদদাতা : বানিয়াচং-হবিগঞ্জ সড়কে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে। ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির সঠিক কাগজপত্র না থাকায় মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ এর বিভিন্ন ধারায় ১৯টি যানবাহনে ও প্রকাশ্যে ধূমপান করায় আরো ১জনকে আর্থিক জরিমানা ও ১৭টি মামলা দায়ের করা হয়েছে। গতকাল বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুল ইসলাম এর নেতৃত্বে বানিয়াচং থানার এসআই হাসানুজ্জামান, এএসআই আব্দুল ছালামসহ একদল পুলিশকে সাথে নিয়ে বানিয়াচং রোডে ছিলাপাঞ্জা সড়কে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় গাড়ীর সঠিক কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় বিভিন্ন যানবাহনে ৭ হাজার ৮শ ৫০ টাকা আর্থিক জরিমানা করা হয়। জরিমানা প্রাপ্তরা হলো শেওর মিয়াকে ১শ, জমির মিয়া ৪শ, জুয়েল মিয়া ২শ, পলাশ মিয়া ৫শ, আলাউদ্দিন ৫শ, শান্ত ৫শ, হারুন অর রশিদ ২শ, আবিদুর ৫শ, ছালেক মিয়া ৫শ, শাবাজুর রহমান ৫শ,আনোয়ার ২শ, জসিম ৫শ, আক্তার উদ্দিন ৫শ, আব্দুল্লা আল মামুন ৫শ, লিটন ৫শ, জাকির ৫শ, এমআর শাহীন ৫শ, নিমাই ৫শত টাকা ও প্রকাশ্যে ধূমপান করায় আমীর হোসেন কে ৫০ টাকা জরিমানা করা হয়েছে।