খন্দকার আলাউদ্দিন ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের মাসুদ চৌধুরী উচ্চ বিদ্যালয় স্কুল ও কলেজে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় স্কুল মাঠ প্রাঙ্গনে স্কুলের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ ও মা-সমাবেশ অনুষ্ঠিত হয়। মা সমাবেশে মাসুদ চৌধুরী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক তরফদার আবিদের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক আফজাল আহমেদ চৌধুরীর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের।
বিশেষ অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সিরাজাম মুনিরা, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও স্কুলের প্রতিষ্ঠাতা ম্যানেজিং কমিটি সভাপতি আলহাজ্ব মাসুদ আহমদ চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী শাফিয়া আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুল হক, রানীগাঁও ইউপি চেয়ারম্যান নুরুল মোনীম চৌধুরী ফারুক প্রমুখ।
এছাড়াও অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন-স্কুলের সিনিয়র শিক্ষক চৌধুরী মামুন ইউসুফ রেজা, সহকারী শিক্ষক মিজানুর রহমান, প্রভাষক সায়োয়ার জাহান, রানীগাও দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাসুক মিয়া, রানীগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ূব আলী, সাবেক প্রধান শিক্ষক দুধু মিয়া, মিজান মেম্বার, জলিল মিয়া প্রমুখ। সভা শেষে স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহেরসহ অন্যান্যা অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও উপজেলা চেয়ারম্যান উক্ত স্কুলের উন্নয়নের জন্য ৫লাখ টাকা, মেয়েদের জন্য ২০টি বাইসাইকেল ও ২ টন গম দেয়ার ঘোষণা দেন।