হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছ কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন। প্রায় ২ মাস যাবত কারাগারে অন্তরীণ আলহাজ্ব জি কে গউছ বুকে ব্যথা, শাসকষ্ট, প্রেসার কন্ট্রোলে না থাকাসহ নানাবিদ রোগে আক্রান্ত হয়েছেন। কারাগারের অভ্যন্তরে তিনি পর্যাপ্ত চিকিৎসা সেবাও পাচ্ছেন না বলে জানিয়েছেন তার পরিবার।
জি কে গউছ ও তার পরিবারের পক্ষ থেকে তার ছোট ভাই জি কে গাফফার গতকাল মঙ্গলবার হবিগঞ্জবাসীর কাছে দোয়া প্রার্থনা করে বলেছেন, বিপুল ভোটে বার বার নির্বাচিত পৌর মেয়র আলহাজ্ব জি কে গউছ মিথ্যা মামলায় কারাগারে অসুস্থ হয়ে পড়ায় তার জীবন নিয়ে আমরা উদ্বিগ্ন। যে কোনো সময় যে কোনো অঘটন ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তার পরিবারের সদস্যরা। তারা বলেন- অসুস্থ অবস্থায় হঠাৎ করেই তাকে হবিগঞ্জ কারাগার থেকে মৌলভীবাজার কারাগারে স্থানান্তর করা হয়। অথচ মামলার কার্যক্রম চলছে হবিগঞ্জের আদালতে। আর মামলার বিচার কাজ হবে সিলেটের আদালতে।
এদিকে বন আইনে দায়ের করা একটি মামলায় আদালতে হাজির করতে মেয়র জি কে গউছকে গতকাল মৌলভীবাজার কারাগার থেকে হবিগঞ্জ কারাগারে নিয়ে আসা হয়েছে। আজ বুধবার তাকে আদালতে হাজির করার কথা।
উল্লেখ্য, সাবেক অর্থমন্ত্রী শাহ্ এএমএস কিবরিয়া হত্যা মামলার আসামী হিসেবে কারাগারে বন্দি রয়েছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছ। কারাবন্দি হওয়ার পর স্থানীয় সরকার মন্ত্রণালয় এক আদেশে তাকে মেয়র পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করে।