ফারুক মিয়া, চুনারুঘাট থেকে ॥ চুনারুঘাটে পিঞ্জিরাবদ্ধ তক্ষক উদ্ধার করেছে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ।
জানা যায়, বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ থানার ওসি নাজিম উদ্দিন ও এস.আই শাহিনুর রহমান, এ.এস.আই রুবেলসহ একদল পুলিশ ঢাকা-সিলেট মহাসড়কের দেউন্দি রাস্তার মোড়ে পুলিশ চেকপোষ্টে তক্ষকটি উদ্ধার করে চুনারুঘাট থানায় নিয়ে আসে।
এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। প্রায় ৩শ’ গ্রামের ওজনের তক্ষকটির মূল্য প্রায় ৫ লক্ষ টাকা হবে বলে অনেকেই জানান। পুলিশের উপস্থিতি টের পেয়ে তক্ষক পাচারকারীরা পিঞ্জিরাবদ্ধ তক্ষক রেখে পালিয়ে যায়। তক্ষকটি সাতছড়ি বন্যপ্রাণী রেঞ্জ কর্মকর্তা মোঃ মাহমুদ হোসেনের কাছে হস্তান্তর করা হয়েছে। হস্তান্তর করার সময় চুনারুঘাট থানার এ.এস.আই মোস্তফা ও চুনারুঘাট গোয়েন্দা ডিবি মোসলেম উদ্দিন উপস্থিত ছিলেন। তাৎক্ষনিকভাবে তক্ষকটি সাতছড়ি বনে অবমুক্ত করা হয়েছে।