বানিয়াচং প্রতিনিধি : ন্যাশনাল একাডেমি ফর অটিজম এন্ড নিউরো-ডেভেলোপমেন্টাল ডিজএ্যাবিলিটি (ঘঅঅউ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আয়োজনে অটিজমের উপর অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ মার্চ) বেলা সাড়ে ১১টায় হবিগঞ্জের বানিয়াচং উপজেলা পরিষদ হলরুমে এ অরিয়েন্টশনের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ কুমার সিংহের সভাপতিত্বে ও মাধ্যমিক কর্মকর্তা কাওছার শোকরানার পরিচালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ বশীর আহমদ। কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ গুরুদয়াল কলেজের প্রভাষক মোশাররফ হোসাইন।
অটিজম সম্পর্কে উপস্থিত সবার মাঝে তথ্য-উপাত্ত তোলে ধরেন বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. পঙ্কজ কান্তি গোস্বামী। অরিয়েন্টেশনে অটিজম শিক্ষার্থীদের শিক্ষক-পিতা মাতা, মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মাদ্রাসার সুপার, সহকারি সুপার ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।