হবিগনঞ্জ ছাত্রদলের নেতা শাহ রাজিব আহমেদ রিংগন এর নেতৃত্বে ঢাকা-সিলেট মহাসড়কে জেলা ছাত্রদলের হরতাল-অবরোধ পালন।
দলীয় নেতাকর্মীদের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহারের ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বেগম খালেদা জিয়ার ডাকে চলমান অবরোধ ও ১২০ ঘন্টার হরতাল কর্মসূচি বাস্তবায় করতে সারা দেশে ন্যায় হবিগনঞ্জ সর্বত্রে অবরোধ-হরতাল পালন করেছে ছাত্রদলের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য ও সদরথানা ছাত্রদলের সদস্য সচিব শাহ রাজিব আহমেদ রিংগন এর নেতৃত্বে জেলা ছাত্রদল।
ঢাকা সিলেট মহাসড়কের সুতাং নামক স্থানে অবরোধ হরতাল পালন করে জেলা ছাত্রদল। এ সময় উৎতেজিত ছাত্রদলের নেতাকর্মীরা বিশ্বরোডে টায়ারে আগুন, মিছিল করে বিক্ষোভ প্রদর্শন করে। এতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল নেতা শাহ মুরশেদ আহমেদ শাহ রাজীব আহমেদ হৃদয়, শাহ মাজহারুল ইসলাম রাব্বী, সৈয়দ জিলানী নাইম, এমরান আহমেদ, সৈয়দ ইলিয়াছ নাহিদ, শেখ উছমান গণী রুমি, রুকন আহমেদ ,ফয়সল আহমেদ প্রমুখ।