চুনারুঘাট প্রতিনিধি:- চুনারুঘাট উপজেলার ৮নং সাটিয়াজুরী ইউনিয়নের কালাপুর গ্রামের মোঃ রফিক মিয়ার পুত্র মীরপুর আলী সুবান কলেজর ছাত্র দ্বাদশ বর্ষের ছাত্র মোঃ আবু ছুফিয়ান (১৯)গত ১৬.০২.১৭ ইং তারিখে কালার বাড়ী পশ্চিম হাসারগাঁও থেকে কলেজে গেলে সে আর বাড়ী ফিরেনি। আতœীয় স্বজন ও সম্ভাব্য স্থানে খোজাখুজি করে তার কোন সন্ধ্যান না পেয়ে। চুনারুঘাট থানায় জিডিএন্টি করা হয়। জিডি নং ১০৮৮, তারিখ ২১.২.১৭ইং। তার গায়ের রং শ্যামলা, উচ্চতা অনুমান ৫ফুন ৩ ইঞ্চি, পরনে ছিল কালো রঙ্গের জিন্সের প্যান্ট ও সবুজ হাফ হাতা গেঞ্জি। কোন হৃদয়বান ব্যক্তি যদি তার সন্ধ্যান পান তা হলে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল। মোবাইলঃ ০১৭৬৫-৭৬৮৮৮৮,০১৭৭১-৪৯৪০৮০।