চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার একটি ঐতিহ্যবাহী বাজারের নাম আমুরোড বাজার। গরু, গুড় ও তরি-তরকারী, ফলের সিজনে ফল ইত্যাদি কিনতে এ বাজারে ছুটে আসেন দেশের বিভিন্ন জেলার ব্যবসায়ীরা। সাম্প্রতিক কালে বাজারটির সঠিক পরিচর্যা ও উন্নয়ন মূখী কোন কার্যকলাপের উদ্যোগ গ্রহন না করায় বাজার জুড়ে জমে গেছে ময়লা-আবর্জনার স্তুপ। বৃষ্টিতে গর্তে জমে যাচ্ছে পানি। ড্রেইনে জমে থাকা আবর্জনার কারনে পানি নিষ্কাসিত হচ্ছে না পানি। ফলে, সামান্য বৃষ্টি হলেই বাজারে হয়ে যায় বন্যা।
এ পরিস্থিতির জন্য বাজার পরিচালনা কমিটি ও স্থানীয় জনপ্রতিনিধিদের দায়ী করছেন, ব্যবসায়ীরা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী জানান, বাজারের সৌন্দর্য ঠিক রাখতে এবং পরিচর্যা করতে তারা যে কোন ধরনের সহযোগীতা করতে রাজী। কিন্তু, পরিচালনা কমিটির তৎপরতার অভাবে তা তারা করতে পারছেন না।
বর্তমানে যা অবস্থা তাতে, দুর্গন্ধ আর অপরিচ্ছন্ন পরিবেশের কারণে তাদের নিজেরা যেমন প্রতিষ্ঠানে স্বাচ্ছন্দ্যবোধ করতে পারতেছেন না তেমনি ক্রেতারাও সদাই করতে বেছে নিচ্ছেন অন্য কোন বাজারকে। যার কারণে তাদের ব্যবসায় লাভের পরিবর্তে হচ্ছে লোকসান। তাদের দাবী, অচিরেই বাজার পরিচালনার জন্য নতুন কমিটি করে পূর্বের আমুরোড বাজারকে আবার ফিরিয়ে আনতে।