ফারুক মাহমুদ, চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রানীগাঁও নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে রবিবার সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলণের মাধ্যমে সকাল ১০টায় স্কুল প্রাঙ্গণ হতে স্কুলের প্রধান শিক্ষক মুনিম আহমেদ চৌধুরীর নেতৃত্বে রানীগাঁও বাজারে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীতে অংশ নেন স্কুলের শিক্ষক, শিক্ষিকা সহ স্থানীয় নেতৃবৃন্দ। খেলাধুলা শেষে বিকাল ৩টায় স্কুল প্রাঙ্গণে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রানীগাঁও ইউপি চেয়ারম্যান নূরুল মোমিন চৌধুরী ফারুকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ৩নং দেওরগাছ ইউপির চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান আবু তাহেরের সহধর্মিনী চৌধুরী শামছুন্নাহার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ছাত্রলীগের প্রাক্তন সিনিয়র সহ-সভাপতি ও স্থানীয় আওয়ামীলীগ নেতা মাষ্টার মাসুক মিয়া, উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক ফারুক মাহমুদ, শাহ আইয়ুব আলী, মুশফিক চৌধুরী। সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, শিক্ষক আনোয়ার আলী, সতি দেবনাথ, তারিফা আক্তার, মাহমুদুর রহমান, অঞ্জনা রানী শীল, স্থানীয় যুবলীগ নেতা মুমিন, খোকন প্রমুখ।