চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের মুড়াবন্দ ইকরা জুনিয়র স্কুলে স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে রোববার সকাল ১০টায় স্কুল মাঠ প্রাঙ্গনে আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ইকরা জুনিয়র স্কুলের প্রতিষ্ঠাতা ডাক্তার মোসলেম উদ্দিনের সভাপতিত্বে ও স্কুলের সহকারী শিক্ষক খালিদ হাসানের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন সুপ্রিমকোর্টের আইনজীবী মোস্তাক আহাম্মদ।
বিশেষ অতিথি ‘ধামালি, চুনারুঘাট’ এর সেক্রেটারী মামুন তালুকদার, স্কুলের প্রধান শিক্ষক প্রনয় কুমার রায়, সহকারী শিক্ষিকা শারমিন আক্তার, সহকারী শিক্ষক বেলালা আহমেদ প্রমুখ।