খন্দকার আলাউদ্দিন ॥ চুনারঘাটে স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয়েছে। রোববার ভোরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ শেষে র্যালী বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা মাঠে সকাল ১০টায় মাঠ প্রাঙ্গনে আলোচনা সভা ও খেলাধুলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সিরাজাম মুনিরার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন-চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালাদার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এস আকবর হোসেন জিতু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস ছামাদ,চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মাসুদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার হাসান মোহাম্মদ জুনাইদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুল হক, উপজেলা চেয়ারম্যান সিও ওয়াহিদুল ইসলাম সুমন প্রমুখ।
অপরদিকে দুপুর ১টায় উপজেলা বীর মুক্তিযোদ্ধা অডিটরিয়ামে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার সিরাজাম মুনিরার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চুনারুঘাট-মাধবপুর আসনের সংসদ সদস্য এডঃ মাহবুব আলী। বিশেষ অতিথি ছিলেন-চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালাদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস ছামাদ, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান, সামাজসেবা কর্মকর্তা বারীন্দ্র চন্দ্র রায়সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।