এস এইচ টিটু : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে হবিগঞ্জ সদর উপজেলার নূরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৬ মার্চ রবিবার সকাল স্কুল প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সাইফুল ইসলাম সাজুর পরিচালনায় এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলজার মিয়ার সভাপত্বিতে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,৭নং নূরপুর ইউপি চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জাতীয় দলের সাবেক ফুটবলার ও উক্ত স্কুলের শিক্ষানুরাগী সসস্য আলহাজ্ব মুক্তার হোসেন,বিশিষ্ট মুরুব্বী লাল মিয়া সরদার,ম্যানেজিংকমিটির সদস্য শাহজান মিয়া সাজু,নাজমা বেগম প্রমুখ।
উল্লেখ্য,বাংলাদেশের স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে জ্ঞানগর্ভ বক্তব্য রাখেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।
আলোচনা সভা শেষে সভাপতি ও প্রধান অতিথি এবং বিশেষ অতিথিরা বিজয়ী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
এ ছাড়াও স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা বৃন্দ, ও এলাকার শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গের স্বত:স্ফূর্ত অংশ গ্রহণের মাধ্যমে উদযাপিত অনুষ্ঠান মালায় ছিল-পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, কুচকাওয়াজ, সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা, সংগীতানুষ্ঠান ও পুরস্কার বিতরণী দিয়ে শেষ হয় উক্ত অনুষ্ঠান।