নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ নাগরিক কমিটির উদ্যোগে বানিয়াচঙ্গের দুই শত চক্ষুরোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে এ উপলক্ষে কামালখানী গ্রামের হাসান মঞ্জিলে নাগরিক কমিটির সদস্য ডাঃ সৈয়দ হামেদুল হকের সভাপতিত্বে এবং সেক্রেটারী আব্দুল আউয়াল তালুকদারের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন্দ্র চাকমা।
বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ঠ চিকিৎসক ও রাজনীতিবিদ ডাঃ সাখওয়াত হাসান জীবন, উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমেদ, বানিয়াচঙ্গ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মোজাম্মেল হক, ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন, ওয়ারিশ উদ্দিন খান, নাগরিক কমিটি সদস্য আলহাজ্ব ফরিদ উদ্দিন আহমেদ, আব্দুল মোতালিব মমরাজ, আমজাদ হোসেন চৌধুরী, ফরহাদ হোসেন বকুল, জেলা আইনজীবি সমিতির ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট আবুল আজাদ, সাংবাদিক এসএম সুরুজ আলী প্রমূখ।