নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জে যথাযথ মর্যাদায় জাতীয় গণ হত্যা দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উপলক্ষে বিভিন্ন কর্মসুচী পালন করা হয়েছে।
কর্মসুচীর মধ্যে রয়েছে আলোচনা সভা, শহীদ বুদ্ধিজীবি অনুদ্বৈপায়ন ভট্রাচার্য স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য ও স্মৃতি সৌধে মোমবাতি প্রজ্জ্বলন। গতকাল শনিবার বিকালে উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সদস্য দেওয়ান গাজী মোহাম্মদ শাহনেওয়াজ মিলাদ গাজী, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার নুর উদ্দিন বীরপ্রতিক, প্রাক্তন চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আব্দুর রউফ, হবিগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, সহকারী কমিশনার (ভুমি) জীতেন্দ্র কুমার নাথ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, ইউপি চেয়াম্যান আলী আহমদ মুসা, মুহিবুর রহমান হারুন, পৌর সভার প্যানেল মেয়র-১ এটিএম সালাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ও বক্তব্য রাখেন ওসি (অপারেশন) জিয়াউল ইসলাম,কাউন্সিলর জাকির আহমদ, মহিলা আওয়ামীলীগের সভাপতি দিলারা আজাদ, উপজেলা সহকারী প্রকৌশলী সৈদুর রহমান, প.প কর্মকর্তা শাহাদাৎ হোসেন, যুব অফিসার মনিরুল ইসলাম,পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমদ বেলাল, এটিএম রুবেল, তাতীলীগের সভাপতি ফারুক আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু ছালেহ জীবন প্রমূখ। প্রধান অতিথির বক্তৃতায় এডভোকেট আলমগীর চৌধুরী বলেছেন, আজ ভয়াল ২৫ মার্চ, অপারেশন সার্চলাইট নামে ইতিহাসের নৃসংশতম হত্যাযজ্ঞের দিন। ১৯৭১ সালের এই দিনে রাতের প্রথম প্রহরে ঢাকা ও আশপাশের এলাকায় হাজার হাজার নিরস্ত্র মানুষকে নির্মমভাবে হত্যা করে পাকিস্তানি সেনারা।
পরে অনুষ্টানের অতিথিবৃন্দ শহীদ বুদ্ধিজীবি অনুদ্বৈপায়ন ভট্রাচার্য স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পন শেষে নবীগঞ্জে স্মৃতি সৌধে মোমবাতি প্রজ্জ্বলন করেন। মোমবাতি প্রজ্জ্বলনের সময় নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এসএম আতাউর রহমান অংশ গ্রহন করেন। অপর দিকে নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ এ দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে। আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরীর পরিচালনায় অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী।এছাড়া দলীয় নেতাকমীরা অনুষ্টানে বক্তব্য রাখেন।