হীরেশ ভট্টাচার্য্য হিরো,মাধবপুর॥ হবিগঞ্জের মাধবপুরে ৫টি চা বাগানে অবাধে তৈরী হচ্ছে চোলাই মদ। এসব মদ বাগানের চাহিদা পূরণ করে প্লাস্টিক কন্টেইনার এবং মিনারেল পানির বোতল, বনাজী ঔষুধের বোতল ও কেলড্রিং কের বোতলে করে উপজেলা সহ দেশের বিভিন্ন স্থানের উঠতি বয়সের যুবকদের হাতে পৌছে যাচ্ছে । এ জাতীয় মদ খেয়ে চা শ্রমিকও যুব সমাজ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। কিন্তু দেখার যেন কেউ নেই। সম্প্রতি তেলিয়াপাড়া ,সুরমা ,জগদীশপুর , বৈকন্ঠপুর ও নোয়াপাড়া চা বাগান এলাকায় ঘুরে দেখা গেছে বাগানে অসংখ্য চা শ্রমিকের বাড়ীতে গড়ে উঠেছে চোলাই মদের কারখানা । শ্রমিকরা প্রকাশ্যে এ ব্যবসায় প্রসার ঘটাচ্ছে । তেলিয়াপাড়া চা বাগানে ১৭টি,সুরমা চা বাগানে ১২টি ,জগদীশপুর চা বাগানে ৬টি, বৈকন্ঠপুর চা বাগানে ৩টি ,নোয়াপাড়া চা বাগানে ১১টি চা শ্রমিকের বাড়ীতে রয়েছে এ জাতীয় মদের কারখানা। প্রতিদিন সন্ধ্যার পর থেকেই বাগান ও বস্তিতে চলে মদ খাওয়ার প্রতিযোগীতা । এ গুলো দামে সস্তা ও খুব বেশী নেশা হওয়ায় চা শ্রমিকরা এ জাতীয় মরন নেশায় আক্রান্ত হয়ে পড়েছে। এ জাতীয় চোলাই মদ তৈরী হচ্ছে পঁচা গুর ,বিষাক্ত গাছ-গাছালির ছাল,বাসী ভাত এবং অতিরিক্ত নেশা হওয়ার জন্য এক জাতীয় মুলি ,সার এবং উপকরণ দ্রুত পচনের জন্য ইউরিয়া সার সোহাগা দেওয়া হয়। যা পান করে চা শ্রমিকদের পাশাপাশি পার্শ্ববর্তী এলাকার যুবকরা লিভার সিরোসিস ,রাতকানা রোগে আক্রান্ত হচ্ছে। এসব নিম্ন মানের মদ প্রতিদিন ১৭ থেকে ২২ লিটার বিক্রি হচ্ছে। কিন্তু স্থানীয় সংশ্লিষ্ট বিভাগ এ ব্যাপরে রয়েছে নিরব দর্শক ভূমিকায় ।মাধবপুর থানা পুলিশ চোলাই মদসহ বেশ কয়েক জন চা শ্রমিক ও নেশা গ্রস্তদের মাঝে মধ্যে অভিযান চালিয়ে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে এবং মাদক দ্রব্য কর্তৃপক্ষ মাঝে মধ্যে মাদকসহ গ্রেফতার করে মামলা দেয় ,যা লোক দেখানো ছাড়া আর কিছুই নয় । স্থানীয় সংশ্লিষ্ট বিভাগে কতিপয় কর্মকর্তার গরিমসি এবং নিরব ভূমিকায় এসব চোলাই মদের কারখানা দ্রুত বৃদ্ধি পাচ্ছে । যার ফলে বাগান গুলোর বৈধ মদের পাট্টায় বিক্রি কমে আসছে । সরকার হারাচ্ছে বিপুল পরিমান রাজস্ব ।