ছনি চৌধুরী,নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের নবীগঞ্জে উপজেলায় বিদ্যুত পিষ্ট হয়ে এক যুবকের করুণ মৃত্যু হয়েছে ।
জানাযায়,শুক্রবার দুপুরে নিজের ঘরে দরজা ফুটো করার জন্য ডিলিং মিশিন দিয়ে কাজ করছিল নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের বড়ইতলা গ্রামের গৌরাঙ্গ চন্দ্র দেব এর পুত্র রিংকু দেব ।
খানিকক্ষণ পর ডিলিং মিশিন থেকে টিনে বিদ্যুৎ চলে যায় এতে করে সাথে সাথে শক খেয় রিংকু দেব (১৮) ফলে মাটিতে লুটিয়ে পড়ে রিংকু ।এরপর পরিবারের সদস্যগন রিংকু দেবকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেতে কর্তব্যরত চিকিৎসক থাকে মৃত ঘোষণা করেন । রিংকু দেব এর মৃত্যুতে বড়ইতলা গ্রামে শোকের ছাঁয়া নেমে এসেছে।