ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ বিভিন্ন মামলার মামলার ওয়ারেন্ট ভূক্ত পলাতক ৮ আসামী কে গ্রেপ্তার করে। জানা যায় নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আতাউর রহমানের নির্দেশে গত বুধবার দিবাগত রাত্রে নবীগঞ্জ থানার এস.আই সুজিৎ চক্রবর্তী ও সহযোগী সঙ্গীয় সদস্যদের কে সাথে নিয়ে নবীগঞ্জের করগাঁও ইউনিয়নের ওয়ারেন্ট ভূক্ত আসামী বৈলাকিপুর গ্রামের গোবিন্দ্র কর এর পুত্র কবিন্ড কর(২৮) একই গ্রামের টাকুরধন কর এর পুত্র সুনাধন কর(২৪), প্রবির কর(২১), নিরাধন কর এর পুত্র মনোরঞ্জন কর(২৬), বান্দবী কর এর পুত্র বাদল কর(২৭), অপর দিকে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এস.আই আঃ রহমান এর নেতৃত্বে একই রাত্রে সঙ্গীয় সদস্যদেরকে সাথে নিয়ে নবীগঞ্জের ১১নং গজনাইপুর ইউনিয়নের রামলোহ গ্রামের ওয়ারেন্টভূক্ত আসামী লেবু মিয়ার পুত্র সবুজ মিয়া(২৩) ও ১০নং দেবপাড়া ইউনিয়নের জালালসাফ গ্রামের খলিল মিয়ার পুত্র জুবেল মিয়া(২৫), ১১নং গজনাইপুর ইউনিয়নের পেশাদার মাদক ব্যবসায়ী গজনাইপুর গ্রামের মৃত আপ্তার উল্লাহ্ এর পুত্র সারজন মিয়া ওরফে সাজন(৪৫), কে তার বাড়ির সামন থেকে গভির রাতে ৫০পিছ ইয়াবাসহ পুলিশ তাকে গ্রেপ্তার করে। গতকাল বৃহ¯প্রতিবার হবিগঞ্জ বিজ্ঞ আদালতে তাদের কে প্রেরন করা হয়।