বিনোদন ডেস্ক :তিন দিনে চার ছবিতে চুক্তিবদ্ধ হলেন অপু বিশ্বাস। কথা চলছে আরো তিন ছবির। সব মিলিয়ে সামনের মাস থেকে পুরোদমে ফিরছেন অপু।
গত তিন দিনে তিনি শাকিব খান প্রযোজিত এসকে ফিল্মসের ‘লাগাম’ ও ‘প্রেমবাজ’, বদিউল আলম খোকনের ‘রাজাবাবু’ ও শামীম আহমেদ রনির নাম ঠিক না হওয়া নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। এ ছাড়া চলতি সপ্তাহে আরো তিনটি ছবি চূড়ান্ত হওয়ার কথা রয়েছে বলে জানান তিনি।
অপু বলেন, ‘শুধু আমার জন্য নয়, গত কয়েকটা মাস পুরো চলচ্চিত্রের জন্য খুব খারাপ গেল। কেউই নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন বলে আমার জানা নেই। পুরনো কাজগুলোও আটকে আছে হরতাল-অবরোধের কারণে। তবে ভালো খবর হলো ধীরে হলেও কাজ শুরু হচ্ছে। নতুন চার ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার পাশাপাশি আরো বেশ কিছু ছবির প্রস্তাব পেয়েছি। সব ঠিক থাকলে আগামী মাস থেকেই পূর্ণোদ্যমে কাজ শুরু হয়ে যাবে।’
অপু বিশ্বাস এখন মনতাজুর রহমান আকবরের ‘মাই ডার্লিং’ ছবির শুটিং করছেন। এর পরই শুরু হবে বদিউল আলম খোকনের ‘রাজাবাবু’ ছবির শুটিং।