ছনি চৌধুরী,(হবিগঞ্জ)নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের নাদামপুর গ্রামের সামসুদ্দিন এর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাত দল নগদ টাকা,স্ভর্নালংকারসহ প্রায় ৬লক্ষ টাকার মালামাল লুট করেছে। ক্ষতিগ্রস্থ বাড়ির পারিবারিক সূত্রে জানা যায়,গত বুধবার রাত প্রায় আড়াইটার সময় ইনাতগঞ্জ-সৈদপুর সড়কের পাশে নাদামপুর গ্রামের সামসুদ্দিনের বাড়িতে মুখোশধারী ১০/১২ জনের ডাকাত দল কলাপশিবল গেইটের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। এ সময় ডাকাত দল ঘরের নারী পুরুষ সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ষ্টিল ও সুকেসের চাবি নিয়ে তালা খুলে নগদ ৭০ হাজার টাকা,৭ভরি স্ভর্নালংকার,২টি ল্যাপটপ,কয়েকটি মোবাইল ফোনসহ দামী কাপড়-চোপড় লুট করে নিয়ে যায়। পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। সামসুদ্দিনের ভাগেনা মোস্তাকিম ডাকাতির বিষয়টি নিশ্চিত করেছেন।