আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বুধবার (২২ মার্চ) বিকালে জয়নগর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী হল বানিয়াচং উপজেলার গাগরা কোণা গ্রামের মৃত সিদ্দিক উল্লাহর পুত্র আলী হোসেন (৫০)।
এলাকাবাসী জানায়, মাদক ব্যবসায়ী আলী হোসেন বানিয়াচং থেকে গাঁজা এনে দীর্ঘদিন ধরে আজমিরীগঞ্জের নানা স্পটে মাদকসেবীদের নিকট বিক্রি করে আসছিল।
আজমিরীগঞ্জ থানার এসআই নঈম আহমেদ ও এ,এস,আই, বিকাশ দেবনাথের নেতৃত্বে একদল পুলিশ নেশাখোরদের বিভিন্ন আস্তানায় অভিযান চালায়।
পরে গোপন সূত্রে খবর পেয়ে, আজমিরীগঞ্জ লঞ্চঘাট এলাকার জয়নগর গ্রামের বাসিন্দা শাহজাহান মিয়ার বাড়ি থেকে ১ ‘শ গ্রাম গাঁজা সহ ওই বিক্রেতাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।