হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরে নিষিদ্ধ ইয়াবা ও ফেন্সিডিলসহ সামসুদ্দোহা সোহাগ (৩৫) নামে প্রাইভেট ক্লিনিকের এক ডাক্তারকে গ্রেফতার করেছে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ।
বুধবার ভোরে হবিগঞ্জ সদর মডেল থানার এসআই মির্জা মাহমুদুল করিম এর নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌর এলাকার লাইফ ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টার থেকে তাকে গ্রেফতার করে।
ডাক্তার সোহাগ নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার লাউতলি ছমির মুন্সিহাট গ্রামের মৃত আবুল খায়ের মোঃ নোমানের পুত্র।
পুলিশ জানায়, ক্লিনিকে কর্মরত থাকা অবস্থায় তিনি একাধিক রোগীদের সাথে ইয়াবা সেবন করে অসৌজন্যমুলক আচরণ করে আসছেন। এ নিয়ে সেবা নিতে আসা রোগীরা তার বিরুদ্ধে পুলিশের কাছে একাধিকবার অভিযোগও করেন।
এরই প্রেক্ষিতে বুধবার ভোরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালায়। এ সময় ডাক্তার সোহাগের কাছ থেকে ৭০ পিস নিষিদ্ধ ইয়াবা ও ৮ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ তাকে হাতে নাতে গ্রেফতার করে। পরে পুলিশ তাকে থানায় নিয়ে যায়। আজ দুপুরে তাকে হবিগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) মোঃ মানিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক সেবন ও সংরক্ষনের অভিযোগে ডাক্তার সোহাগকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে।