নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট এর উদ্যোগে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ পালনের লক্ষ্যে এক প্রস্তুতিসভা মঙ্গলবার রাতে রুদ্রগ্রাম সড়কস্থ সারেগামা সঙ্গীত একাডেমী কার্য্যালয়ে অনুষ্টিত হয়।
জোটের সভাপতি বিন্দু সুত্রধরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জোটের উপদেষ্টা আলী আমজাদ মিলন,সহ-সভাপতি শ্রীনিবাস দাশ,শামস খেলা,আলী হোসে শিল্পী গোষ্ঠীর প্রতিষ্টাতা এখলাছুর রহমান,মৈত্রী সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল,সার্কেলের পরিচালক সাইফুর রহমান খাঁন,জোটের সাংগঠনিক সাহেল আহমদ,জাতীয় কবিতা পরিষদের সভাপতি পৃথ্বিশ চক্রবর্ত্তী,রাজু সংগীত একাডেমীর বিরহী রাজু, ইভেন্ট ম্যানেজম্যান্টর পরিচালক জাকারিয়া হোসাইন অপু,বিবর্তন সংসদের রেশাদ মাহমুদ,বাউল ফেডারেশনের উজ্বল দেওয়ান,কিশোর সুমন,হাসান পারভেজ সোহাগ,শিপন আহমদ,সাইফুর রহমান,সনজিত কর,তপু সুত্রধর,নয়ন দাশ নুর মিয়া প্রমূখ।
সভায় পহেলা বৈশাখের অনুষ্টানকে জমকালো ও প্রানবন্ত করার জন্য বিভিন্ন পদক্ষেপ হাতে নেওয়া হয় এবং আগামী ৩ মে মার্চ শুক্রবার সন্ধ্যায় পুনরায় অনুষ্টিত সভায় সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়।