মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলঅর মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের বোরহানপুর গ্রামে শিল্পি আক্তার (২৬) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে পুলিশ নিহতের স্বামির বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়।
সে উপজেলার বোরহানপুর গ্রামের আবুল হোসেনের স্ত্রী।
নিহতের পিতার সুন্দর আলী অভিযোগ করে বলেন, মেয়ের জামাতা ও পরিবারের সদস্যদের নির্যাতনে তার মেয়ে শিল্পির মৃত্যু হয়েছে। এ মৃত্যুকে অন্য দিকে আড়াল করতে প্রথমে প্রচার করে শিল্পি স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছে।
মঙ্গলবার দুপুরে স্থানীয় একটি নুসরা হাসপাতলে নিয়ে গেলে চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
শিল্পির শ্বশুর লাল জহুর কাউকে না বলে লাশ দ্রুত বাড়িতে নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে শিল্পির আত্মীয় স্বজনরা সেখানে ছুটে যান। এ ঘটনার পর থেকে নিহত শিল্পির স্বামির বাড়ির লোকজন পলাতক রয়েছে।
খবর পেয়ে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ (এসআই) কামরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরন করেছে।
পুলিশ ও নিহতের পরিবার জানান, উপজেলার আফজলপুর গ্রামের সুন্দর আলীর মেয়ে শিল্পি আক্তারের সঙ্গে একই উপজেলার বোরহানপুর গ্রামের লাল জহুরের ছেলে আবুল হোসেনের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের ঘর আলো করে ৫ সন্তানের জন্ম হয়। বিয়ের পর থেকে তাদের দাম্পত্য জীবনে কলহ ছিল।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকতাদির হোসেন পিপিএম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ময়না তদন্তের রিপোর্ট হত্যা না আত্নহত্যা এই মুহুর্তে তা বলা যাচ্ছে না। এ ঘটনার মাধবপুর থানায় হত্যার অভিযোগে নিয়মিত মামলা হচ্ছে বলেও জানান তিনি।