সাইফুল ইসলাম সাইফ, সিলেট থেকে ॥ বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়।বতর্মান সমাজের প্রেক্ষাপটে আমরা নিজেদের কর্ম ব্যস্ততম জীবন কাটাতে খুবই পছন্দ করি। এটাই স্বাভাবিক।
কারণ অন্যের খোজ বা কল্যাণময় কাজে কর্মে নজড় দেওয়া গুনিজন এই সমাজে খুবই বিরল। হাতে গুণা সমাজপতি মাত্র কয়েকজন। উন্নত প্রযুক্তিগত কারণে বহিঃ বিশ্বের প্রচার একটি বড় মাধ্যম। কেউই বা ভিতরের খুজ নেওয়ার সময় তেমন নেই। যিনি থাকেন সূদর সাত সাগর আর তের নদীর পাড়ে, ট্রেমস নদীর শহরে। পাড়তেন হয়তো সেই নদীর পানি বা গভীরতা নিয়ে গবেষণা করে নোবেলজয়ী হতে। কিন্তু না, সারাক্ষণ চিন্তিত শুধু নিজ জন্মভূমির নিরীহ মানুষের সুখের উন্নয়ন আর দুঃখ লাঘব নিয়ে।
উদ্দেশ্য একটাই, এই ভাবে আজীবন দেশেরটান, মাতৃত্ত আর কল্যাণময় কাজ করে যাওয়া। অবহেলিত খেটে খাওয়া মেহনতি মানুষের, চাহিদামত কস্টের গ্লানি দূরত্ব কমিয়ে আনা।যাতে করে ভোটারদের স্বচ্ছ জবাব দিহিতা নিচ্চিত কল্পেই আগামীতে জাতীয় সংসদের একজন সদস্যপদ লাভ করা। তখনি হয়তো ভাটি আর হাওর এলাকাজুড়ে সাদা মনের মানুষজন বুক ভরে স্বত্বির নিঃশ্বাস নিতে পারবে বলে আমি মনে প্রানে বিশ্বাস করি।