নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বানিয়াচঙ্গে বিষপান করে মবিন মিয়া (২৫) নামের এক কলেজ ছাত্র আত্নহত্যা করেছে।
সে বৃন্দাবন সরকারী কলেজের অনার্স ৪র্থ বর্ষের ছাত্র।
সোমবার (২০ মার্চ) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্র জানায়, গত শনিবার বিকেলে উপজেলার ইকরাম গ্রামের বাবুল মিয়ার পুত্র মবিন মিয়া সকলের অগোচরে পারিবারিক কলহের জের ধরে বিষপান করে। বিষয়টি আচ করে পেরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন।
এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সোমবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।