চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট থানা পুকুরে ছাড়া হলো মাছের পোনা।
দুপুরে মাছের বিভিন্ন জাতের পোনা অবমুক্তকরন এর উদ্ভোধন করেন অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন সেকেন্ড অফিসার এস আই ওমর ফারুক,এস আই সেলিম,এস আই জুলহাস,এস আই আতা্উর, এএসআই আলমাছ ও ডিএসবি কাজী মোসলেম উদ্দিন ও কমিউনিটি পুলিশের আহম্মদাবাদ ইউপি সেক্রেটারি আব্দুল হাই প্রিন্স প্রমুখ।
জানাযায় ইতিমধ্যেই চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান তিনশত পেঁপেঁ গাছ রোপন করেন এবং থানা মসজিদের উন্নয়ন ও শীতাতপনিয়ন্ত্রণ করন সহ ওসি বাংলো কে একটি আধুনিক পর্যটনেরর মত গড়ে তুলেন।
তিনি বলেন এ মৌসুমে আরো মাছের পোনা ছাড়া হবে, যা চুনারুঘাট থানার পুলিশ সদস্যদের মাছের চাহিদা পুরন হতে সক্ষম হবে।