ছনি চৌধুরী,নবীগঞ্জ থেকে : নবীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি মামলার আসামী সহ ওয়ারেন্ট ভুক্ত ৩ পলাতক আসামী গ্রেফতার করা হয়।
জানা যায় গত রবিবার গভীর রাতে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আতাউর রহমানের নির্দেশে নবীগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে।
নবীগঞ্জের ২নং বড় ভাকৈর ইউনিয়নের নবীগঞ্জ থানায় মামলাকৃত জি/আর ৩৫/১২ (নবী) মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ফটিক মিয়ার ছেলে তুহেল মিয়া(২৮), দায়রা ২৬৪/১৬, জি/আর ১৩৬(২) ১৫ এর আসামী ৭নং কড়গাঁও ইউনিয়নের আরকান মিয়ার পুত্র সুরুজ মিয়া(৪৫) ও মাদক মামলার পলাতক আসামী ৬নং কুর্শি ইউনিয়নের ইনাতাবাদ গ্রামের মৃত কলমধর মিয়ার পুত্র সাহিন মিয়া কে গ্রেফতার করে নবীগঞ্জ থানা পুলিশ। সোমবার তাদেরকে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।