হামিদুর রহমান,মাধবপুর থেকে ॥ মাধবপুরে নারী এনজিও কর্মীর ছিনতাই হওয়া টাকা দৃর্বৃত্তের কাছ থেকে উদ্ধার করে দেয়ায় ৩ ব্যক্তির ৯০ শতক জমির শষা গাছ রাতের আধাঁরে কেটে ফেলেছে দৃর্বৃত্ত রুবেল মিয়া ও তার সহযোগিরা। এতে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে ওই ব্যক্তিদের। খবর পেয়ে চৌমুহনী ইউ/পি চেয়ারম্যান মোঃ আপন মিয়া ও কাসিমনগর পুলিশ ফাঁড়ির এএসআই আলমগীর হোসেন , মাধবপুর উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা অর্ধেন্দু দেব অসিত সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সোমবার সকালে দোষীদের বিচারের দাবিতে এলাকাবাসী প্রতিবাদ সভা করেছেন।
স্থানীয় সূত্র জানায়-রবিবার সেন্টাল ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এ্যাসিস্ট্যান্ট (সিসিডিএ) এর মনতলা ব্র্যাঞ্চের এক নারী কর্মী জালালপুর গ্রাম থেকে কিস্তি উত্তোলন করে সন্ধ্যা প্রায় সাড়ে ৬টার দিকে অফিসে ফেরার পথে চেঙ্গারবাজার ঈদগাঁ এর কাছে হবিবপুর গ্রামের তাজুল ইসলামের বখাটে ছেলে রুবেল মিয়া (২২) ওই কর্মীর গলায় চুরি ধরে উত্তোলিত কিস্তির টাকা ছিনিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যায়।
এ সময় জালালপুর গ্রামের লাল খাঁ রুবেলকে জাপটে ধরার চেষ্টা করলে সে পালিয়ে যায়। পরে ওই কর্মী স্থানীয় মুরব্বী শেখ তোফাজ্জল হোসেন ছুরুক,শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম ও ধন মিয়াকে জানালে মুরব্বীরা রুবেলের অভিভাবকদের ডেকে এনে ছিনতাই হওয়া টাকা ফেরত দিতে নির্দেশ দেয়।
স্থানীয় মুরব্বিদের নির্দেশ ও হস্তক্ষেপের ফলে ছিনতাইয়ের টাকা রুবেল ফেরত দিতে বাধ্য হয়। এতে রুবেল মিয়া ক্ষুদ্ধ হয়ে রাতের আধাঁরে তার সহযোগিদের নিয়ে হবিবপুর গ্রামের শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম ও ধন মিয়া ৯০ শতাংশ জমির শষা গাছ কেটে ফেলে।
এ ব্যাপারে চৌমুহনী ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আপন মিয়া জানান রুবেল এর বিরুদ্ধে ডাকাতি, ছিনতাইসহ অনেক মামলা রয়েছে। সে সম্প্রতি জেল থেকে ছাড়া পেয়ে আবারও ছিনতাইসহ অপরাধ সংঘটিত করে যাচ্ছে।
এ ব্যাপারে শফিকুল ইসলাম বাদী হয়ে মাধবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।