ছনি চৌধুরী,(হবিগঞ্জ)নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জে ঢাকা সিলেটের সাথে সংযুক্ত সদরঘাট নতুন বাজারের প্রধান রাস্তাটি বেহাল দশায় পরিণত হয়েছে ।
নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট নতুন বাজারের প্রধান সড়কটি ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে অল্প বৃষ্টি হলেই এ রাস্তায় পানি জমা হয়ে রাস্তা পুকুরে পরিণত হয়ে যায়।
এর ফলে চলাচলে প্রতিনিত চরম দুর্ভোগ পুহাতে হয় দিনারপুর উচ্চ বিদ্যালয়,দিনারপুর কলেজ,দিনারপুর দাখিল মাদ্রসা সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থীসহ প্রায় ৫হাজার জনসাধারণকে।
স্থানীয় সূত্রে জানাযায়, ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে রাস্তার বেশির ভাগ অংশেই কার্পেটিং উঠে গিয়ে ছোট-বড় গর্ত সৃষ্টি হয়েছে এতে করে যানচলাচলেও দেখা দিয়েছে জটিলতা। তার পাশাপাশি থেমে নেই দূর্ঘটনা ।অবিলম্বে উভয় পাশে ড্রেনের ব্যবস্থা ও রাস্তা সংস্কারের দাবী জানিয়েছেন ভুক্তভোগী সাধারণজনতা।