রাকিল হোসেন নবীগঞ্জ(হবিগঞ্জ)সংবাদদাতা:নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাঁড়ীর পুলিশ শীর্ষ ডাকাত ও একাধীক মামলার পলাতক আসামী তোয়েল মিয়া(৩২)কে গ্রেফতার করেছে। ধৃত তোয়েল উপজেলার বড় ভাকৈর গ্রামের ফটিক মিয়ার পুত্র । পুলিশ জানায় তোয়েলের নেতৃত্বে উপজেলার নবীগঞ্জ-কাজীর বাজার সড়কসহ বিভিন্ন সড়কে রোড ডাকাতি সংঘটিত হতো। ইতিমধ্যে অনেক ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। গত রবিবার রাতে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ীর এসআই ধর্মজিৎ সিনহা সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে কাজীর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। এসআই ধর্মজিৎ সিনহা সত্যতা নিশ্চিত করে জানান,ধৃত তোয়েল মিয়া এলাকায় চিহিৃত ডাকাত। তার বিরুদ্ধে নবীগঞ্জ থানায় একাধীক মামলা রয়েছে। ইতিমধ্যে চিহিৃত ডাকাতদের গ্রেফতার করা হয়েছে। বর্তমানে আইন শৃংখলা ভাল। তোয়েলকে নবীগঞ্জ থানার মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।