নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের নেতা ও করগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শৈলেন্দ্র চন্দ্র দাশ এর পিতা ভূপেন্দ্র চন্দ্র দাশ(৭৩) গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করেছেন।
তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী।তিনি এক বিবৃতিতে বলেন মৃত ভূপেন্দ্র চন্দ্র দাশ এলাকার একজন বিশিষ্ট শিক্ষানুরাগি ছিলেন।
তিনি মুক্তাহার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দাতা সদস্য ছিলেন।তাঁর মৃত্যূতে অপূরণীয় ক্ষতি হয়েছে।শোক স্বতপ্ত পরিবারের প্রতি পরিবারকে সমবেদনা প্রকাশ করে বলেছেন ভূপেন্দ্র চন্দ্র দাশ(৭৩) যেন স্বর্গীয় হন। তার মৃত্যূতে আরো শোক ও সমবেদনা প্রকাশ করেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সম্পাদক নির্মলেন্দু দাশ রানা প্রমূখ নেতৃবৃন্দ।