নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জে ব্লক রেইড চালিয়ে বিভিন্ন মামলায় পলাতক ও সাজাপ্রাপ্ত ২৬ আসামীকে আটক করেছে সদর থানা পুলিশ।
শনিবার রাত ১টা থেকে রবিবার ভোর পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।
হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের মাঝে ২ জন সাজাপ্রাপ্ত আসামী এবং অবশিষ্ঠ ২৪ জনের বিরুদ্ধে চুরি, ছিনতাই, নারী নির্যাতনসহ খুনের অভিযোগে মামলা রয়েছে। রবিবার বিকেলে তাদেরকে কোর্টে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।