নিজস্ব প্রতিনিধি : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জেলা প্রশাসক প্রথম বিভাগ ক্রিকেট লীগ মাঠে গড়িয়েছে।
রবিবার (১৯ মার্চ) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক সাবিনা আলম।
বিশেষ অতিথি ছিলেন- হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আজহারুল ইসলাম ও জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি ফরহাদ হোসেন কলি।
জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি মর্তুজ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম বিভাগ ক্রিকেট লীগ পরিচালনা উপ-কমিটির আহ্বায়ক বদরুল আলম।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ শাহ্ ফখরুজ্জামান, সদস্য আব্দুল মোতালিব মমরাজ, আব্দুল মোতালিব মমরাজ, শফিকুজ্জামান হিরাজ, তাজ উদ্দিন, হুমায়ূন কবির সাহেদ, ইব্রাহীম খলিল সোহেল, জেলা আম্পায়ার এসোসিয়েশন যুগ্ম সম্পাদক মকসুদুর রহমান উজ্জ্বল ও দৈনিক হবিগঞ্জের বাণী যুগ্ম সম্পাদক ফয়সল চৌধুরী।
উদ্বোধনী খেলায় জিহাদ সংসদকে ৩ উইকেটে হারিয়ে ক্লাব ৯৩ জয়লাভ করে। সোমবারের (২০ মার্চ) খেলায় মুখোমুখি হবে নবজাগরণ ক্রিকেট ক্লাব বনাম সবুজকলি ক্রিকেট ক্লাব। উক্ত টুর্নামেন্টের মিডিয়া পার্টনার দৈনিক হবিগঞ্জের বাণী ও দৈনিক দেশজমিন।