মাধবপুর থেকে সংবাদদাতা : হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের রামনগর গ্রামে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জোয়ানরা অভিযান চালিয়ে ২৪০ কেজি কিচমিচ ও জিরা উদ্ধার করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার রাত ১টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রাজেন্দ্রপুর সীমান্ত ফাঁড়ির নায়েব সুবেদার মেছবাহুর রহমানের নেতৃত্বে একদল বিজিবি জোয়ান উপজেলার চৌমুহনী ইউনিয়নের রামনগর গ্রামে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ৬০ কেজি কিচমিচ ও ১৮০ কেজি জিরা (মোট ২৪০ কেজি) উদ্ধার করেন। রাজেন্দ্র সীমান্ত ফাঁড়ির নায়েব সুবেদার মেছবাহুর রহমান জানান, বিজিবি জোয়ানদের অভিযান আঁচ করতে পেরে চোরাকারবারীরা পালিয়ে গেছে। তাই কাউকে গ্রেফতার করতে পারিনি। তিনি আরও জানান- উদ্ধারকৃত মালামাল শায়েস্তাগঞ্জ কাস্টমস্ েজমা দেওয়া হবে।