নিজস্ব প্রতিনিধি: আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি নির্বাচনে না আসলে বড় ভুল করবে। তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে।
রবিবার বিকালে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকায় প্রয়াত সমাজকল্যান মন্ত্রী এনামুল হক স্বরণসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
মাহবুব উল আলম হানিফ বলেন, বাংলাদেশের এক ইঞ্চি মাটিও জঙ্গিদের কাছে ছাড় দেওয়া হবে না।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির, মাহবুব আলী এমপি, আব্দুল মজিদ খান এমপি প্রমুখ।